…
সবুজ শেমিজে আর লাল ফ্রকে
শ্লেট হাতে নত চোখে
অক্ষরবৃত্তের পায়ে
তুমি তো এলে না।
গুণ-ভাগ যোগ বা বিয়োগ,
মাথায় সকলি খেলে;
হায়, আজ শুধু
কবিতার চরণ খেলে না!
…
বাংলা একাডেমির নতুন মহাপরিচালক প্রথিতযশা কবি, ঔপন্যাসিক ও সাহিত্যিক মুহম্মদ নূরুল হুদা, আন্তরিক অভিনন্দন
