আফগানিস্তানের একজন কমান্ডার জানিয়েছেন, রয়টার্স সাংবাদিক পুলিৎজার পুরষ্কার প্রাপ্ত ফটোগ্রাফার ভারতের ড্যানিশ সিদ্দিকী শুক্রবার পাকিস্তানের সীমান্তের কাছে আফগান সিকিউরিটি ফোর্স এবং তালেবান যোদ্ধাদের মধ্যে সংঘর্ষের সময় নিহত হয়েছেন।
আফগানিস্তান বাহিনী সম্প্রতি কান্দাহারে কয়েকটি মুখ্য জেলাকে পুনঃদখলের চেষ্টা করছিল, সেগুলো সম্প্রতি জঙ্গিদের কবলে পড়েছিল। সিদ্দিকী সংবাদগ্রহণের উদ্দেশ্যে ছিলেন আফগানিস্তান বাহিনীর সাথেই।
এক কর্মকর্তা রয়টার্সকে বলেছেন, আফগান স্পেশাল ফোর্সেস স্পিন বোলদাকের প্রধান বাজার অঞ্চলটি পুনঃদখল করার জন্য লড়াই চালিয়ে যাচ্ছিল, সিদ্দিকী এবং একজন প্রবীণ আফগান অফিসার তালেবানদের সাথে ক্রসফায়ারে গুলিবিদ্ধ হন।
সংবাদ: The Daily Star