বেহুদা গালিব
মুহম্মদ নূরুল হুদা
১
মধ্যদিন থেকে মধ্যরাত
আমার বৃক্ষের বুকে চালাও করাত;
গালিব, বেহুদার এই তো বরাত!
২
বৃক্ষ, তুমি ছায়া হয়ে যাও
করাতের দাঁত ভেঙে দাও।
৩
ছায়া, তুমি পথ হও, পথ।
গালিব, বেহুদার এইতো শপথ।
৪
ক্ষয়ে যেতে যেতে শুধু বয়ে যাই।
গালিব, কোথাও কি তবু রয়ে যাই?
৫
চশমাটা খুলে হাতে নাও।
বরং আমাকেই চোখে পরে নাও।
বেহুদা হে, এবার না হয় যেতে দাও।