অভিনয় গ্রহন করো পিতা
মুহম্মদ রিশাদ হুদা
এখানে শুয়ে আছে এক দেশ
এটি জাত বাঙ্গালির এপিটাফ
৭৫ শোকে শুকিয়েছে নদীরা
মরামধুমতি এখন পুকুর
প্রবাহমান অশ্রুতে বন্যা
অনুশোচনা, হাহাকার, মাতমে
আর আল্লাদি নামকরণে
এপ্রিল ঘূর্ণিঝড় হয়ে আসে
পিতৃ হত্যার পাপে শাপ
ঘুচবে না কোনো কালে
ভালবাসা বা অভিনয়ে
জন্ম নেবে না পিতা আর
কিচ্ছু আসে না শ্রদ্ধায়
সে আর আসবে না।