বিকলাঙ্গ কাল

Eid-2-small

বিকলাঙ্গ কাল

রুহু রু‌হেল

অদৃশ‌্য ছোট্ট জীবাণু ভর ক‌রে‌ছে বিশ্ব মান‌সে

সহ‌জে মু‌ক্তি মিল‌বে না; ভাব‌নাই অব‌শিষ্ট জীব‌নে!

কত‌দিন হ‌য়ে গেল তোমাদের সাক্ষাৎ পাই না

শুধু ভা‌বি বিগতকা‌লের অ‌নেক স্মৃ‌তির কথা

এ ভবন হ‌তে ও ভবন কত কোলাহ‌লের ক্লাস

আস্সালামুআলাইকুম ‌ স‌্যার! নমষ্কার স‌্যার !

কতজন‌কে উত্তর দি‌তে পা‌রি, কতজন‌কে না!

দেড় বছ‌র প্রায় অ‌তিক্রান্ত ; ক্লাস আ‌ছে- শুধু নেই ওরা!

আমা‌দের ঘুম ভাঙ‌তো ভো‌রের নীরব অন্ধকা‌রে

এখন আমা‌দের ঘ‌ুম ভা‌ঙে অভ‌্যাসবশত ভো‌রে

ত‌বে অধ‌্যাত্ব আলাপন শে‌ষে পুনর্বার ঘু‌মঘো‌রে

পাঠশালাহীন কা‌ল সন্তা‌নের ঘুম আ‌গের ম‌তো নেই

অধুনাবাদীর সংজ্ঞা ; একদম অ‌নিয়‌মের তা‌লে!

বাচ্চা‌দের পড়ার টে‌বি‌লে জ‌মে‌ছে ধূ‌লোর আস্তরণ

ছাত্রানং অধ‌্যয়নং তপঃ এর বদ‌লে জায়গা নি‌য়ে‌ছে

ছাত্রানং গ‌্যামঙ প‌াবজিং ফ্রিফায়ারং গমনঙ তপঃ

চল‌ছে চলুক সেই তাল বেতা‌লে!

বদ্ধ আবদ্ধ দেয়া‌লের গ‌ন্ডি‌তে ওরা আর কত দিন!

পা‌রিবা‌রিক শৃঙ্খলায় ভর ক‌রে‌ছে বৈক‌ল্য বিনাশ

লাখ লাখ শিক্ষার্থীর হা‌তে এনর‌য়েড যন্ত্র শোভা পায়

পুঁ‌জিবাদে জ‌য়োধ্ব‌নি তা‌দের জ‌ন্যে সব সুসমাচার!

অথচ ভিন্ন চি‌ত্রের প্রতি নেই অ‌ভি‌নি‌বেশ নেই সু‌চিন্তার ডাক

প্রযু‌ক্তির রমরমা আ‌য়োজ‌নে হিম‌শিম অসংখ‌্য দরিদ্র প‌রিবার

তা‌দের কথা ভাববার কেউ নেই; ব‌ু‌কে লা‌গে পোড়া পোড়া

বিকলাঙ্গ কা‌লের নিঃশব্দ হাহাকার!

Please Post Your Comments & Reviews

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected!!
Share via
Copy link
Powered by Social Snap