অশরীরী আত্মা কে

Eid-2-small

অশরীরী আত্মা কে

সুমন বনিক

তোমার সময় মতো এসো তুমি

তাড়াহুড়ো নেই  চপলতা নেই

নদী এখনো হেঁটে যায় সমুদ্রে

হরিয়ে যায়নি তাই বহতার খেই।

 

তোমার সময় মতো এসো তুমি

হয়তো মধ্যিরাতে ঘুমের ঘোরে

নিদ্রাহীন রাতে বিছানার চিতায়

কাক ডাকা কোনো এক স্নিগ্ধ ভোরে।

 

তোমার সময় মতো এসো তুমি

পীড়াপীড়ি নেই;নেই জোরাজুরি

কমনার লোভাতুর নীল দংশন নেই

নেই অযাচিত প্রেমের সুড়সুড়ি।

 

অশরীরী তুমি ইচ্ছে মতো এসো

রোদে পোড়া দুপুরে ছায়ার বেশে

হিম হিম শীতে পুলক শিহরনে

রংমাখা দিনগুলো ভালোবেসে ।

 

তোমার সময় মতো এসো তুমি

কথা বলো মিহিস্বর ফিসফিসে

অজানা ভাষা ঠিকই জেনে নেবো

খুব ভোরে দোয়েলের মিষ্টি শিসে।

 

তোমার সময় মতো এসো তুমি

তাড়াহুড়ো নেই নেই জোরাজুরি 

আমিও তো অনঙ্গ পালক হবো

গোরস্থানে কবরের খোঁড়াখুঁড়ি।

Please Post Your Comments & Reviews

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected!!
Share via
Copy link
Powered by Social Snap