প্রাইজট্যাগ

Eid-2-small

প্রাইজট্যাগ

নাহিদা আশরাফী

গ্লাসডোর ঠেলে সুসজ্জিত আর অভিজাত বিপণীকেন্দ্রে ঢুকে যেটাতেই হাত রাখি, দেখি বানরের লেজের মত ঝুলে আছে- প্রাইজট্যাগ।

ম্যানিকুইনের পোশাকে, বই আর বৃক্ষে, খাবারে ও খেলনায়, অষুধে ও অসুখে, বুড়ো আর বড়দের বিনোদন উপকরণে ─ সর্বত্রই ঝুলে আছে প্রাইজট্যাগ

 

এখানে জলে প্রাইজট্যা, হাওয়ায় প্রাইজট্যাগ, বক্তব্য ও বিবৃতিতে এমনকি; স্লোগানে ও মিছিলেও প্রাইজট্যাগ। দশদিক, সাথে এদিক-ওদিক মিলিয়ে মোট বারোদিকের বারোরকম প্রাইজট্যাগ।

 

হ্যাশট্যাগ প্রাইজ

হ্যাশট্যাগ ট্যাগ

হ্যাশট্যাগ প্রাইজট্যাগ

সর্বত্র প্রাইজট্যাগেরই ছড়াছড়ি।

 

হঠাৎই লক্ষ্য করলাম, পণ্য ও পানশালার এই দুনিয়ায় একমাত্র মানুষের গায়েই কোন প্রাইজট্যাগ নেই।

আনন্দে লাফিয়ে উঠলাম। যাক! পুজিবাদের এই বাজারে অন্তত একটা কিছু তো পেলাম – যার কোন মূল্য নেই।

Please Post Your Comments & Reviews

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected!!
Share via
Copy link
Powered by Social Snap