অন্তঃপদ্ম মানচিত্র
শাহ মোহাম্মদ সানাউল হক
কে তুমি চলছ ছুটে আমার ভেতর
অনিবার্য দাপাদাপি নেপথ্য অন্তর
অন্ধ দুচোখে কে তুমি দেখে নিতে চাও
অদেখা স্বপ্নের অবিশ্রান্ত উৎসব!
কে তুমি পুনর্জীবন! পৌরাণিক নদী-
হৃদয়ের মুখবন্ধ হয়ে জুড়ে থাকা
অন্তঃপদ্ম মানচিত্র! এ কোন্ ত্বরিত
বেপরোয়া বৃষ্টিজল, টানা চোখ মায়ার হরিণ-
লতায়িত মেঠোপথ ছিঁড়ে ছুটে চলা বন্য ঘোড়া!
কে তুমি আবাস খোঁজো শূন্য চলাচলে-
অনুকম্পী রাজকবি, নিপুণ জল্লাদ
মুসাফিরের মোহর এঁকে দিতে বনস্পতি বুকে
কোথা হতে আসো তুমি কোথায় হারাও-
আমাকে একলা করো জনপদে অনেকের ভিড়ে!