সুধীন জলদাস
ইউসুফ রেজা
দাদন নিয়ে মাছ ধরা হয়
স্বাধীন তো নয়, বলো দাস
এ সব কথা ক্ষোভের সঙ্গে
শোনায় সুধীন জলদাস।
বংশ পরম্পরায় তাদের
মেঘনা পাড়েই ছিলো বাস
বানের জলে বাড়ি ভেঙে
উঠোন জুড়ে বুনো ঘাস।
পাঠশালা নাই মাঠশালা নাই
শুধুই কি ঘাস রবে?
জেলের ছেলে লিখে পড়ে
পাশ দিয়ে কী হবে?
নদী খেলো বসতবাটি
জাল খেয়েছে পাড়ার লোক
প্রতিবেশীর আগ্রাসী ভাব
তারাও কি আর ছাড়ার লোক?