ধ্বংসস্তূপে জয়ধ্বনি
ফরিদুজ্জামান
দূর থেকে দেখা ফাঁকা কাঁশবনও অনুভবে ঘনশ্যাম
জুঁই চামেলির স্বপ্ন টুটবে নাগরিকপঞ্জিতে?
খানখান হবে নিরাশার ঘায়ে ভাবীকাল সম্ভার?
অসম জমিন উঁচু নিচু বলে আসাম নামেই ডাকি
কীটের কামড় জরায় মৃত্যু চেরাপুঞ্জির আশা
চিরহরিতের ঝমাঝম ধারা বুকের মধ্যে বাজে।
রহস্যময় যাদুমন্ত্র ও ঘন অরণ্যে ঢাকা
তন্ত্রমন্ত্র ঘুমঘোর প্রেম কামরূপ কামাখ্যা।
সুগন্ধময় অনুভবে তুমি চন্দন চর্চিত
ঠেকাতে কি পারো খড়গহস্ত বাস্তুচ্যুতির ত্রাস?
জোনাকির আলো ঘুটঘুটে তম তারাখসা শিহরণ
রাষ্ট্রিক ঝড়ে প্রতিবাদহীন উদ্বাস্তুর গান
কালাপাহাড়ের কেউ নই আমি সুলেমান কিরানির
তবু কেনো আমি প্রেয়সী হারিয়ে হৃতপূঁজি হব আজ?
কামতা রাজ্যে শিলালিপি খুঁড়ে বেদনার মরীচিকা
ধ্বংসস্তূপে ফুলচাষি তোলে মিলনের জয়ধ্বনি ।