অতঃপর ঈশ্বর
গোলাম মোর্শেদ চন্দন
যেদিন ঈশ্বর মারা যান
সেদিন আমি অনাহারে
ঘুমোতে পারিনি মসজিদে।
চারদিকে মশাদের উলুধ্বনি আর আক্রমণ
আমার জন্ম সত্ত্ব তখন বাজাচ্ছিল নিদারুণ
অসহায় হতে হতে খুন করি সে রাতে
ঈশ্বর ও বিশ্বাস।
এখন আমি মানবিক
ঈশ্বরহীন এক অনন্ত সত্তার মানুষ।