টি আই প্যারেড
শ্যামসুন্দর সিকদার
আমি কার কাছে যাবো? কার কাছে? আর –
কে লইবে এ পাপের দায় ?
আমি ছুঁয়ে দিলে নাকি পাপ যায় পৃথিবীর গায়
কত পাপ আছে বলো? আজ আমি তবে কি অস্পৃশ্য ?
যেন নক্ষত্রের কাছে ঋণ রেখে চলেছে পৃথিবী
সময় আমাকে যেন দিয়েছিল কিছু অনুযোগ।
কে কে জানি যুধিষ্ঠির হতে চেয়ে হয়েছিল শেষে
যেন অশ্বত্থামা নিজে,
প্রাত্যাশায় ছিল কত রঙধনু, কিন্তু –
বিমল বাতাসে নাই শুভযোগ,
দুঃসময় মেলেছে যে ডানা আজ, মিলেছে দুর্ভোগ।
তবে কোন্ দিকে যাবো?
দেখি স্মরণের দ্বারে চেনামুখে দৃষ্টিরা সজাগ
দুহাতে ফিরিয়ে দেয় দোষ সব আমার ভান্ডারে !
যতজন সহযাত্রী পথে ছিল মুখরিত রাতে
এখন দেখছি কেউ নেই তারা, কেউ নেই সাথে;
কার কাছে যাবো আমি? তারা কেউ তবে নয় দোষী?
পঞ্জিকার শুভদিন দেখে তারা সাজিয়েছে এক
পুণ্যের নতুন ডালা,আর থাকে অপুণ্যরা দূরে,
ব্রহ্মতত্ত্ব সৃষ্টিতত্ত্ব সবিশেষ ছিল আলোচনা;
সেখানে মোটেও আমি নেই
প্রার্থনার পাহারায় ব্রাত্য এই আমি,
যখন সত্যের ঘরে সদাচারী ছিল ধ্যানরত।
আমি একেলা রয়েছি অপরাধী শুধু এই মর্ত্যে
আর সকলেই গেছে স্বর্গে- পার হয়ে বৈতরণী।
তবে ¾
কোনোদিন যদি ডাক পাই
চেনা চেহারা সন্ধানে, সহযাত্রী টি আই প্যারেডে,
তবে আমি কার কাছে যাবো বলো, কার কাছে?
বিঃ দ্রঃ টি আই প্যারেড মানে টেস্ট আইডেন্টিফিকেশন প্যারেড