কাকে দিই দোষ
গোলাম কিবরিয়া পিনু
আমারও দোষ আছে
আমিও দোষী.
দোষী নয় শুধু প্রাণী─এককোষী!
আমিও তো লোভী
মাত্রাজ্ঞানহীন!
নিজের দিকে শুধু তাকাই
আমিও তো টেনে-ছিঁড়ে
নিয়েছি প্রয়োজনের তুলনায় কতকিছু!
লোভের ছায়ায় হেঁটেছি পিছু পিছু!
একবাড়ি হলে যেখানে চলেছে
সেখানে তো আমারও দশবাড়ি,
একগাড়ি হলে যেখানে চলেছে
সেখানে আমারও পাঁচগাড়ি!
আমি তো ক্ষতবিক্ষত করেছি
বন আর বনভূমি!
নদী ও সমুদ্র!
আমি দোষ দেব কাকে?
না না শুধু শত্রু নও তুমি!
আমি তো সমর্থন দিয়েছি
যুদ্ধবাজ ও তাদের দেশকে!
প্রতিবাদও করিনি কখনো
নিরীহ মানুষের হত্যাকালে!
আমি তো টেনে নিয়েছি বুকে
গলায় মালাটা দিয়ে
দুষণকারী বাজনীতি ও বাহককে
বসিয়েছি সিংহাসনে!
আমি তাকিয়েছি শুধু নিজের দিকে
দিকবিদিক জ্ঞানশূন্য হয়ে
হারিয়েছি দিশা!
নড়েচড়ে বসিনি কখনো!
তাকাইনি আমাকে ছাড়া তো
অন্য কোনোদিকে!
ফিকে হয়ে এসেছে কত প্রদীপের আলো
কালো অন্ধকার গ্রাস করেছে কতক দিগন্ত!
তবু তো বলিনি!
আমি কি প্রথাগত বিবেকহীন চলিনি?
কাকে দেব দোষ?
ব্যভিচার ও আত্মসর্বস্বতায়
নেচে ওঠে আমারও কোষ!
কোষে আজ ঢোকে শত্রু-ভাইরাস!
তার আগে নিজেও হয়েছি
ক্ষতিকর অণুজীব,
যতি ছাড়া ক্ষতি করেছি হিসেব ছাড়া!
দীপ নিভে গেছে কত দ্বীপে
খেয়ালও করিনি–ধরিনি
হাতে থাকা প্রদীপের আলোটুকু!
কাকে দিই দোষ?
কাকে দিই দোষ?