আমার আগুন চিহ্ন
ফারুক মাহমুদ
প্রাণের স্বীকৃতি নিয়ে মানুষের জন্মদিন থাকে
যে যার হিসেব বোঝে– কতটুকু আগুনের কতটুকু ছাই
আমি খুঁজি শুদ্ধ আলো। মানুষের ভালোবাসা মন পেতে নেব
হৃদয়ের পাত্র ভ’রে স্নেহ প্রীতি যত আছে সব ঢেলে দেব
রয়েছি পথের প্রেমে। ক্লান্তি নেই। কাছে কিংবা শত দূরে যাই
দখলের দাগ নয়, চরণের চিহ্নছায়া রেখে যেতে চাই