ভেবেছিলাম তুমিই পারবে


শারমিন সাথী

কবি, লেখক

শারমিন সাথী

জন্ম ২৫ নভেম্বর, ১৯৮২ সিরাজগঞ্জের শাহজাদপুরে। বাবার চাকরি সূত্রে বেড়ে ওঠা গাজীপুরের কালিয়াকৈরে। অনার্স, মাস্টার্স, পিএইচডি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে। বই পড়ার অভ্যাস ছোট বেলা থেকে। লেখালেখির শুরু ২০১৪ সাল থেকে। বাবা-মা দুজনই শিক্ষক। নিজেও লন্ডন গ্রেস ইন্টারন্যাশনাল স্কুলের একজন শিক্ষক। এবং আবৃত্তি শিল্পী। ভালবাসা বই পড়া, লেখ, বেড়ানো।
প্রকাশিত বই: ফেসবুক কাব্য, ভালবাসা ভর করেছে, চাই প্রকৃত মানুষ চাই প্রকৃত শিক্ষা, একদিন ঠিক দেখা হবে।

জানো তো, মানুষের তন্ত্রে-মন্ত্রে
ওই একই লোকগাথা, শোকগাথা
জীবন আর মরণ।
কোনো কিছুতে অভ্যস্ত হতে নেই।
অভ্যস্ত হয়ে গেলে
তুমি আর সীমানা পেরুতে পারবে না।
যেমন আমি, আমার শেকড় গজিয়ে
বৃদ্ধাঙ্গুলি থেকে বেরিয়ে
চলে গেছে পৃথিবীর কেন্দ্রে।

যতই মহাকাশের আলপথ ধরে হাটতে চাই
কেন্দ্র থেকে বেরুতে পারি না।
একবার যদি নিশানা ভুল হয়ে যায়
কমে যায় বিশ্বাসের গতি।

মহাকালের হাত ধরে চলবে বলে
পণ করে কেন থেমে গেলে?
ভেবেছিলাম, তুমিই পারবে
আমাকে মহাজাগতিক করতে।
অথচ, তুমি নিজেকে লুকিয়ে রাখার
স্বভাব রপ্ত করায় ব্যস্ত হয়ে
নতুন এক শোকগাথা তৈরি করছো।

Please Post Your Comments & Reviews

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected!!
Share via
Copy link
Powered by Social Snap