
শারমিন সাথী
কবি, লেখক
জন্ম ২৫ নভেম্বর, ১৯৮২ সিরাজগঞ্জের শাহজাদপুরে। বাবার চাকরি সূত্রে বেড়ে ওঠা গাজীপুরের কালিয়াকৈরে। অনার্স, মাস্টার্স, পিএইচডি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে। বই পড়ার অভ্যাস ছোট বেলা থেকে। লেখালেখির শুরু ২০১৪ সাল থেকে। বাবা-মা দুজনই শিক্ষক। নিজেও লন্ডন গ্রেস ইন্টারন্যাশনাল স্কুলের একজন শিক্ষক। এবং আবৃত্তি শিল্পী। ভালবাসা বই পড়া, লেখ, বেড়ানো।
প্রকাশিত বই:
ফেসবুক কাব্য, ভালবাসা ভর করেছে, চাই প্রকৃত মানুষ চাই প্রকৃত শিক্ষা, একদিন ঠিক দেখা হবে।
রাত্রির আঁধারে আমি একা বসে
তুমি আছো দিবালোকের সাথে।
ওখানে রোদের কাছে অধিকার করে
বানিয়েছো আলোকিত ঘর। মানুষের সঙ্গ
এখন আর তোমাকে আরাম দেয় না।
আমাকেও না। কী করে দেবে।
এখন মানুষগুলো অন্য রকম।
কোনো কিছু আর চাওয়ার নেই।
কিছু ক্ষত যন্ত্রণা হয়ে জাপটে ধরে
বুকে নিয়ে মরুর বালুময় দিগন্তে হেঁটে যেতে যেতে
ভাবি- জীবন কত বিচিত্র। আরো একটা সত্য
জেনেছি বালু খুঁড়ে খুঁড়ে – বিচ্ছিন্নতা মানুষকে বিস্মৃত করে।
মানুষকে ভালো রাখতে এখন আর
মানুষের সঙ্গই বড় নয়
সুসজ্জিত বাড়ি হলেই চলে,
আলোকিত নগরী হলেই চলে।
মানুষের মগজে এখন বাসা বেঁধেছে
ডিভাইসের সুর
অতি আলাপের জায়গা দখল করেছে
কর্মমুখর জীবন।
আমরা কি আর কখনো এক হতে পারবো
ঠিক অমাবস্যার পরেই যেমন আসে পূর্ণিমা
রাতের সাথে সখ্য করে ছড়িয়ে দেয় জোছনা।