বর্তমান সরকার বিদেশে দেশী উদ্যোক্তাদের বিনিয়োগের পথ উন্মুক্ত করে দিতে নতুন নীতিমালার খসড়া প্রণয়ন করছে। অতি শিগগিরই তা যাচাই-বাছাইয়ের জন্য প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হবে।
দেশের ব্যক্তি খাতের প্রতিষ্ঠানগুলোর বিদেশে বিনিয়োগের আগ্রহ বেশ পুরনো। সরকারের অনুমোদনের ভিত্তিতে এরই মধ্যে বেশকিছু কোম্পানি বহির্বিশ্বে বিনিয়োগ করেছে। বর্তমানে বেশ কয়েকটি দেশে বাংলাদেশী উদ্যোক্তাদের বিনিয়োগ রয়েছে। তবে এসব অনুমোদনের প্রতিটিই দেয়া হয়েছে কেস টু কেস ভিত্তিতে। বর্তমানে গোটা বিষয়টিকে সাধারণ একটি কাঠামোর আওতায় নিয়ে আসতে নীতিমালা প্রণয়নের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)।
সূত্র: বণিকবার্তা
চূড়ান্ত মতামত গ্রহণের পর্যায়ে ‘বহির্বিশ্বে বাংলাদেশী বিনিয়োগ নীতিমালা ২০২১‘
