কখনো সুখ দেখেই উঠো না নেচে
বরং তৈরি হও, দুঃখ আসছে তার পিছে পিছে
..
ও মেয়ে ও পথ ধরে কোথায় যাও
এসো না এদিকে গুটি গুটি পায়ে
..
-ও দোকানদার নামাও তোমার ঝুড়ি
ভাল করে খুঁজে দেখি বার বার
আমার মনের বদলে তোমার ঝুড়িতে
কী আছে হৃদয় ভরাবার
-ওরে-ও, চতুর, ছলনাময়ী নারী, বল
তোমায় কোচড়ে আমি আরো
কী কী তুলে দিতে পারি
আগেই তো করেছে কুরবানি
তোমার চোখের তরবারি
-কী আর নেবো তোমার কাছে
কী আর আছে তোমার কাছে তুমি নিজে ছাড়া
দিয়ে দাও যদি চাও হৃদয় আমার
হৃদয় ভরা প্রেম দেবো, দেহের সমস্ত আবেগ দেবো
শুধু একটাবার বলো, তুমি আর কারো নও!