বসন্ত যায় যায়
পাখীর কন্ঠে করুন সুর,
মাছের চোখ ভিজে
.
চড়া রোদে ঘাস
বেঁচে আছে যে কটা
যোদ্ধাদের কৃপা
.
কথা বলো কও
ঠোট দুটো বরফ শীতল
শীতের বাতাস বয়
.
পথে মুমূর্ষ
স্বপ্নের ঘোড়ারা ছোটে
নির্জন ময়দানে
মাৎসুও বাশোর শেষ হাইকু; ‘ওকু-ন হোমিচের‘ মুখবন্ধে বলা হয়েছে, এটি তাঁর বিদায়ের কবিতা তিনি তখন ভ্রমণে মগ্ন ছিলেন।
.
জীর্ণ কুঠির এক
তার মালিকানাও বদলায়
পুতুলের মেলা
.