রাস্তার ধারে রাগে ফেটে পড়া, হাঁটতে হাঁটতে কথা বলতে না চাওয়া, পাইন বনের নিরবতা, পুরাতন রেলব্রিজের ওপরের নিস্তব্দতা, পানিতে বন্ধুত্বের চেষ্টা, সমতল পাথরের উপর তর্কের শেষ টানতে প্রত্যাখ্যান, ময়লার খাড়া গাঁদার পাশে রাগে ফেটে পড়া, ঝোপ ঝাড়ের আড়ালে বসে কাঁদা।
[hfe_template id=’81’]