নামিরা আহমেদ
অনেক সময় আমাদের চোখের নিচে কালো দাগ পরে যায়, যার ফলে চেহারার মোলীনতা ও উজ্জ্বলতা নষ্ট হয়ে যায়। তবে, এই চোখের নিচে কালো দাগ দূর করার কিছু সহজ উপায় রয়েছে, যা আমরা কিছু দিন রুটিন অনুযায় যত্ন করলে সব ঠিক হয়ে যাবে।



১. সপ্তাহে দুই দিন শসার ছিলকা মেরিনেট করে ফ্রিজিং করে রেখেদিন এবং সেটা বরফের আকার ধারণ করলে, ৫ মিনিট করে চোখের ডার্কসার্কেলে ব্যবহার করুন। কিছু দিনের মধ্যে সেই কালো দাগগুলো দূর হয়ে যাবে।
২.ডার্কসার্কেলের জন্য মেস করে সপ্তাহে তিন দিন চোখের কালো অংশে ব্যবহার করুন, আলু ত্বকের লোমকূপে
ময়লা গুলো কাটকে সাহায্য করে, তাই চোখের নিচে ডার্ক সার্কেল গুলো রিমুভ হয়ে যায়।
[hfe_template id=’81’]
৩.আপনারা চাইলে আরেকটা সহজ উপায়ে চোখের নিচে ডার্কসার্কেল দূর করতে পারেন। প্রতি সপ্তাহে ১ বার ডার্ককফি সামান্য পানির সাথে মিলিয়ে শুধু চোখে না পুরু চেহারায় ব্যবহার করতে পারেন। কফি মাঝে মাঝে চেহারায় ব্যবহার করলে ত্বক উজ্জ্বল হয়, চেহারার যে কোনো কালো দাগ দূর করে, ত্বক সুন্দর করে।
মডেল: জারিন জারা খান
ফটো: ওমর ফারুক টিটু

নামিরা আহমেদ