
এই গরমে নিজের ত্বক কে সজীব ও সতেজ রাখুন। অতিরিক্ত গরমে প্রচুর ঘাম হয়, ঘামে চেহারার মলীনতা নষ্ট হয়ে যায়। তাই নিজের ত্বক সুন্দর রাখতে ঘরোয়া কিছু উপকরণ নিয়ম অনুযায়ী ব্যবহার করুন এবং ত্বক রাখুন সুন্দর।

মধু এমন একটি প্রাকৃতিক উপাদান যা ত্বকের উজ্জ্বলতা বাড়ায়, ত্বক নরম রাখে, বলি রেখা ও ত্বকের কালচে ভাব দূর করে।
এছাড়া ব্রনের জীবাণু ধ্বংস করতে মধুর বিকল্প কিছু নেই।
অনেক সময় ত্বক উজ্জ্বল করার জন্য আমরা বিভিন্ন ক্রিম ব্যবহার করে থাকি, যা অতিরিক্ত ব্যবহার করা আমাদের জন্য একদম উচিত না। অতিরিক্ত ক্রিম ব্যবহারের ফলে আমাদের ত্বক সামান্য কিছু দিনের জন্য উজ্জ্বল হলেও পরবর্তীতে ত্বক নষ্ট করে দেয়।
তাই আমাদের ঘরোয়া পদ্ধতি অনুযায়ী কিছু মিশ্রন ব্যবহার করা।
[hfe_template id=’81’]
নিজেকে ত্বকে সুন্দর রাখতে আপনারা যে উপকরণ ব্যবহার করতে পারেন।
এক চা চামচ মধুর সঙ্গে এক চা চামচ লেবুর রস মিশিয়ে প্রায় ১৫-২০ মিনিট মুখে মাসাজ করুন, এতে করে আপনার ত্বকের ভেতরে এই মিশ্রন টুকু পৌঁছাবে। এই উপকরণ ত্বক উজ্জ্বল করতে সাহায্য করবে।
এই মিশ্রণটি ত্বকে ব্যবহার করে হালকা কুসুম গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন।
এই উপকরণ কিছু দিন আপনার ত্বকে এপ্লাই করার পর দেখবেন অল্প কিছু দিনের মধ্যে আপনার ত্বক উজ্জ্বল হয়ে উঠবে এবং ত্বক থাকবে গ্লোয়িং এবং সুন্দর।
লেখা: নামিরা আহমেদ
মডেল : সাইমা সিকদার