
সুন্দর আর ঘনো চুল আমাদের সবার খুব পছন্দ। সবাই চায় নিজের চুল মজবুদ এবং লম্বা হোক। তাই নিয়মিত চুলের যত্ন নেওয়া দরকার। নিজের চুলকে মজবুত এবং সুন্দর রাখতে ঘরোয়া কিছু উপায় আমাদের অনুসরণ করা উচিত।
চুলের যত্নে পিয়াজ:

অনেকেরই প্রচুর চুল পড়ে। তাই চুল পড়া বন্ধ করতে পিয়াজের রস সপ্তাহে দুই দিন চুলে ব্যবহার করা উচিত। পিয়াজের রস চুলের গোড়া শক্ত করে এবং চুল বাড়তে সাহায্য করে। চুল করে ঘন ও সুন্দর।
সপ্তাহে এক দিন বা দুই দিন পিয়াজের রস ব্যবহার করে ২০-৩০ মিনিট পর ধুয়ে দিতে হবে।



মডেল: রুকসানা আলী হিরা
[hfe_template id=’81’]
চুলের যত্নে এলোভেরা:

অনেকই কোকড়া চুল অপছন্দ করেন। তাই চুল স্টের্ট করতে বাজারের বিভিন্ন ক্রিম ব্যবহার করে এত শুরুর দিকে চুল সুন্দর লাগলেও পরে চুল গোড়া থেকে নষ্ট করে দেয় এবং চুল পড়া শুরু হয়। তাই চুল সিল্কি ও সাইনিং রাখতে এলোভেরা ব্যবহার করেন।
সপ্তাহে দুই দিন ২০ মিনিট করে এলোভেরা ব্যবহার করে পানি দিয়ে ধুয়ে ফেলা উচিত। কিছু দিন এই ঘরোয়া পদ্ধতি অনুসরণ করে আপনারা সুন্দর, মজবুত , সিল্কি এবং সাইনিং চুল।