অবনি অনলাইন পেইজ

ডিজাইনার : নাজিয়া বিনতে হারুন
মডেল : প্রমি. প্রভা

মুসলিমদের দুটি প্রধান ধর্মীয় উৎসবের মধ্যে ঈদুল ফিতর একটি। ঈদের বিশেষ দিন মানেই বাঙ্গলীদের নতুন জামা পরার একটি অন্যতম উৎসব। এইবার ঈদের কেনাকাটা হোক ঘরে বসেই। বর্তমানে করোনা সংক্রমনে কারণে দেশের ৭০-৮০ শতাংশ মানুষ অনলাইনে কেনাকাটা করছে। তাই এইবার অবনি অনলাইন পেইজ নিয়ে আসছে নতুনত্ব অনেক ঈদ কালেকশন। বাঙ্গালীদের ঐতিহ্য বহন করে জামদানী কাপড়।আমরা সবাই জানি জামদানী কাপড়ের থ্রি-পিস এবং শাড়ি সব সময়, সব অনুষ্ঠানে পরিধান করা যায়। কারণ এই কাপড় এতটাই সুক্ষ্ম সুতা দিয়ে তৈরি হয় যে এই পোশাকের সৌন্দর্য অন্য সব পোশাকের চেয়ে ভিন্ন। ঈদ এমন একটি উৎসব যে, উৎসবের জন্য আমরা সারা বছর অপেক্ষা করে থাকি এবং নতুন পোশাক কেনার উদ্দিপনা থাকে আমাদের মাঝে অনেক বেশী। তাই অবনিপেইজ নিয়ে আসছে, সুন্দর সুন্দর জামদানী থ্রি-পিস। অরজিনা জামদানী থ্রি-পিস। যা সব মেয়েদের পছন্দ হবে।

[hfe_template id=’507′]

Please Post Your Comments & Reviews

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected!!
Share via
Copy link
Powered by Social Snap