কালের লিখন
কবি, সম্পাদক, সংকলক, গীতিকার, পুঁথিকার, শিশু সাহিত্যিক, শিল্প-সাহিত্য সমালোচক, লোকসাহিত্য ও লালন গবেষক।
একটা ঘনবসতিপূর্ণ এলাকায় এসে ইচ্ছেদেবতা বললেন —কার কী চাই?‘ আমাকে একটা খেলনা দাও, বললো এক শিশু। এক বালিকা বললো, একটা পুতুল চাই আমার। এক বৃদ্ধা বললো, চোখে দেখি না, চশমা হবে? মহিলা একজন বলে উঠলো, লিপিস্টিক চাই। একজন যুবক বললো, সুন্দরী বউ দাও, যুবতী বললো, লালপেড়ে শাড়ি চাই। একজন ভিক্ষুক বললো, পাঁচটা ট্যাকা দেন! নেতাগোছের একজন বলল, বস বিড়ি হবে? ক্রমশ ফেনিয়ে ওঠে প্রত্যাশার ইচ্ছে-দাবা মায়ের বয়সী একজন বললো, খেয়েছো বাবা? ইচ্ছেদেবতা কেঁপেওঠে মায়ের ইচ্ছে দেখে; একজন কবি, এসব দেখে আর কবিতা লেখে।

কালের লিখন
কবি ও বহুমাত্রিক লেখক। সম্পূর্ণ লেখকজীবন যাপন করেন। লেখালেখির পাশাপাশি কৃষিকাজ করেন। একটি সমন্বিত কৃষি খামারের কর্ণধার। প্রকাশিত গ্রন্থ ১৪ টি।
COMMENT
ভালো, কবিতার মতোই হয়েছে। তা বলি প্রথম বৃদ্ধা কি (এক বৃদ্ধা বললো, চোখে দেখি না, চশমা হবে?) বাঁজা? কারো মা নয়? নাকি কুমারি, অবিয়েতা? নেতা টেন্ডর মেন্ডারের খোজ না নিয়ে শুধুই একটা বিড়ি চাইলো, বিড়ি!!! নাকি এখানে বিড়ির আন্ডরহ্যান্ড কোনো মানে আছে?