রাউফুন রাহিম
কবি
নায়াগ্রা জলপ্রপাত আমি দেখিনি,
মাঝ সমুদ্রে ঝাঁপ দিয়ে তলদেশটাও দেখিনি।
সাহারার বিশালতা আমি দেখি নি,
দেখি নি মিশরের উঁচু পিরামিড ছুঁয়ে ছুঁয়ে।
আকাশের মেঘগুলো মাখতে ইচ্ছে করে,
পাখির চোখে চোখ রেখে, পৃথিবীটা দেখতে ইচ্ছে করে।
জানতে ইচ্ছে করে,
এক মুঠো মরুভূমির সাথে, এক আঁচলা সিন্ধুর মিলন
কত মধুর হতে পারে।
মৃত্যু,
জানি তুমি আসবেই!
সময়ের হাত ধরে অচিরেই তুমি আসবে;
তোমার অপেক্ষায় কতকাল বসে আছি,
শত কষ্ট, ব্যর্থতা, উন্মাদনা পেরিয়ে, দিব্যি বসে আছি।
জানি তুমি পারবে না, তবুও কিছু চাওয়ার আছে
হতেই হবে স্বপ্ন পূরণ, ভালোবাসা দেওয়ার
জীবনের শেষ বিকেলে যেন বলতে পারি,
আজ নেই কোনো অভিযোগ,
এবং, ইতি
এভাবেই আমি যেন শেষ টানতে চাই।

রাউফুন রাহিম
জন্ম, ৬ অক্টোবর ২০০১, ঢাকা জেলায়। গ্রামের বাড়ি রাজশাহী বিভাগের নাটোর জেলায়। সবুজবাগ সরকারি কলেজে বিজ্ঞান বিভাগের ছাত্র। তার কথা, “কবিতার ছন্দ, গভীরতা ও আবেগ প্রকাশের সৌন্দরযতা দেখে, কৌতুহলী হয়েই কবিতা লিখত শুরু করি।“